logo ০৩ জুলাই ২০২৫
পৃথিবীর প্রথম শৌচাগারের সন্ধান!
ঢাকাটাইমস ডেস্ক
১১ ডিসেম্বর, ২০১৩ ১৩:৩৮:৫০
image

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ আর্জেটিনায় পৃথিবীর বৃহৎ আকারের একটি শৌচাগারের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে-এটি পৃথিবীর প্রথম শৌচাগার। গবেষকরা ২৪ কোটি বছর আগের এ শৌচাগারটিতে খুঁজে পেয়েছেন জীবাশ্মে পরিণত হওয়া প্রাণীর মল। বিজ্ঞান ভিত্তিক একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


গবেষকেরা জানিয়েছেন, শৌচাগারে মেগাহার্বিভোরেস নামের একটি সরীসৃপ-জাতীয় প্রাগৈতিহাসিক প্রাণীর মল পাওয়া গেছে। প্রাণীটি দেখতে গন্ডারের মতো হলেও আকৃতিতে ছিল অনেক বড়।


গবেষকদের দাবি, মেগাহার্বিভোরাস প্রাণীটি দলগতভাবে থাকত এবং একই স্থানে মলত্যাগ করত। বর্তমানেও অনেক প্রাণী দেখা যায়, যাদের মধ্যে একই স্থানে মলত্যাগ করার অভ্যাস আছে। এর পেছনে আছে কিছু সামাজিক ও জৈব কারণ।


(ঢাকাটাইমস/ ১১ ডিসেম্বর/ এইচএফ/১৩.২৩ঘ.)