logo ০৩ জুলাই ২০২৫
প্রিন্স হ্যারির দক্ষিণ মেরু জয়

ঢাকাটাইমস ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০১৩ ১৭:৫৩:৩৬
image


ঢাকা: ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও তার দল দক্ষিণ মেরু পাড়ি দিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা ‘ওয়াকিং উইথ দি ওয়ান্ডেড’ ।

প্রায় তিন সপ্তাহ অভিযান চালিয়ে অবশেষে গিনিস মিন টাইম ১২টায় পৃথিবীর শেষ সীমায় পৌছায় হ্যারি ও তার দল। সেখানে পাড়ি দেয়ার জন্য তাদেরকে প্রায় ২০০ মাইল পায়ে হেঁটে যেতে হয়েছে।

ব্রিটেনভিত্তিক এই দলে প্রিন্স হ্যারির সঙ্গে ছিলেন আরও চার ব্রিটিশ সেনা। এদের প্রত্যেককে ভ্রমণ পথে প্রায় ৭০ কেজিরও বেশি ওজন বহন করতে হয়েছে।

আয়োজক সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক এড পার্কার বলেন, ‘আমরা সকলেই জানি এটি সহজ কাজ নয়। তবে এটি চ্যালেঞ্জিং এবং উৎফুল্লের বিষয়।

আমাদের উদ্দেশ্যে হলো সেনাবাহিনীর সদস্যরা শত প্রতিকূলতা সত্ত্বেও মহৎ কিছু অর্জনে পিছপা হয় না। মোট ১২ জন সদস্যকে নিয়ে বন্ধুর এই পথ পাড়ি দিয়েছি। এরা প্রত্যেকেই আহত হয়েছে।

তবে দক্ষিণ মেরুতে পৌছানোর অদম্য সাহস থেকে কেউ সরে আসেনি।’

বুধবারে দেয়া এক কন্ঠ বার্তায় হ্যারি বলেছিলেন, ‘আশা করছি ১৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবারে আমরা দক্ষিণ মেরুতে পৌছাবো।’ অবশেষে তারা সে কাজটি করে।

সেনাবাহিনীর বিমানচালক হ্যারি এরই মধ্যে দুবার আফগানিস্তান সফর করেছেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/জেএস/ এআর/ ঘ.)