ঢাকা: পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে করা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আগামী মাসেই গঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি হতে পারে। আইন মন্ত্রণালয় এ ব্যাপারে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলেছে।
২০১০ সালে পুঁজিবাজারে ব্যাপক ধসের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদনে যে এই ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশের আলোকেই এই ট্রাইব্যুনাল গঠন হতে যাচ্ছে।
পুঁজিবাজার নিয়ে কয়েকশ’ মামলা নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। ট্রাইব্যুনাল গঠিত হলে এ সব মামলা ট্রাইব্যুনালে যাবে।
পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকর্তারাও আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনে প্রজ্ঞাপন জারির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, প্রজ্ঞাপন জারির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে। এখন কেবল প্রজ্ঞাপন জারি হওয়া বাকি।
ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলছেন, পুঁজিবাজারে আস্থা ফেরাতে ট্রাইব্যুনাল গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা গেলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।
গত বছর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ সংশোধন করে সরকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ২০১২ প্রণয়ন করে। সংশোধিত আইনের ২৫ (বি) ধারায় বলা হয়েছে, ‘আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সরকার এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে।’
বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে ছয়জনকে নিয়ে। জনবলকাঠামো অনুযায়ী এর প্রধান ব্যক্তি থাকবেন একজন বিচারক (জেলা ও দায়রা জজ)। এ ছাড়া নিয়মিত ব্যক্তিদের মধ্যে থাকবেন একজন সাঁটলিপিকার ও একজন বেঞ্চ সহকারী। এই তিনজনের বাইরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে একজন করে গাড়িচালক, জারিকারক ও এমএলএসএস।
(ঢাকাটাইমস/৩১ ডিসেম্বর/ এআর/ ঘ.)