logo ২৪ আগস্ট ২০২৫
ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জানুয়ারি, ২০১৪ ১৮:২২:৩২
image

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ফলে টানা সাত কার্যদিবস ধরে বৃদ্ধি পেলো উভয় স্টক এক্সচেঞ্জের সূচক।


গত মঙ্গলবার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ছিল।


তবে বৃহস্পতিবার উভয় এক্সচেঞ্জে লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ছয়শ’ ৪৩ কোটি ৫১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ছয়শ’ ৯৩ কোটি এক লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয় ৬৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


বৃহস্পতিবার ডিএসইতে খাত ভিত্তিক লেনদেনে জ্বালানি খাতের অবদান প্রায় ১১ দশমিক ৩৯ শতাংশ, টেক্সটাইল খাতের ১২ দশমিক ৭৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড দুই দশমিক এক শতাংশ, টেলিকমিউনিকেশন খাত দুই দশমিক ২৬ শতাংশ, আর্থিক প্রাতিষ্ঠান খাত প্রায় সাত দশমিক ৮৩ শতাংশ, ব্যাংক ১০ দশমিক ৯৭ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত প্রায় ১২ দশমিক ৭৬ শতাংশ, প্রকৌশল ১৭ দশমিক ৯৮ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক তিন দশমিক ৩৯ শতাংশ এবং ইন্স্যুরেন্স খাতের অবদান ছয় দশমিক ৫৩ শতাংশ।


সকালে লেনদেনের শুরুতে ডিএসই’র সাধারণ সূচক বৃদ্ধি পায়। তবে বেলা ১১টা ২০ মিনিটের দিকে সূচক আগের কার্যদিবসের চেয়ে আট পয়েন্ট কমে যায়। এরপর সূচক আবারো বৃদ্ধি পেতে থাকে। লেনদেনের এক পর্যায়ে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ ৪১ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে চার হাজার পাঁচশ’ ১৯ পয়েন্টে।


ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে একশ’ ৭৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তীত রয়েছে ১৯টির দাম।


দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে আট হাজার আটশ’ ৮৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১১ হাজার পাঁচশ’ ৯৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১৪ হাজার ২২ পয়েন্টে।


এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৩ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এজে)