ডিএসই-৩০ সূচক
বেক্সিমকো লিমিটেডসহ বাদ পড়লো চারটি কোম্পানি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জানুয়ারি, ২০১৪ ১৯:৪১:০০
ঢাকা: শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই-৩০ সূচক থেকে বেক্সিমকো লিমিটেডসহ চারটি কোম্পানি বাদ পড়ছে। অপর তিনটি কোম্পানি হলো- খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল), স্কয়ার টেক্সটাইল লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
অর্ধবার্ষিকীর ডিএসই-৩০ সূচক পুনঃবিন্যাস্তকরণ (রিব্যালেন্সিং) শেষে বৃহস্পতিবার এ চার কোম্পানিকে বাদ দেওয়া হয়।
এদিকে শর্ত পূরণ করায় বাদ পড়া ওই চার কোম্পানির জায়গা দখল করেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ওরিয়ন ফার্মা এবং রেনেটা লিমিটেড।
ডিএসই সূত্র জানায়, ডিএসই-৩০ সূচকে স্থান পাওয়া কোম্পানিগুলো মূলত শক্ত মূলধনী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এ তালিকায় স্থান পেতে বিশেষ কয়েকটি শর্ত পালন করতে হয়। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলো এ তালিকা থেকে বাদ হয়। প্রতি ছয় মাস পরপর এটি এই সূচক পুনঃবিন্যাস্তকরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এমএবি)