logo ০১ জুলাই ২০২৫
বিগ স্টমাক কিং-য়ের ২৫ গামলা নুডলসে খিদে মেটেনি
ঢাকাটাইমস ডেস্ক
২৪ জানুয়ারি, ২০১৪ ১৬:৪৬:১২
image

ঢাকা: একে একে ২৫ গামলা নুডলস সাবাড় করেও খিদে মেটেনি চীনের পান ইজহুংয়ের। বললেন, ‘আরো খেতে পারি।’


হালকা পাতলা শরীরের পানকে (৪৫) বর্তমানে সবাই ‘বিগ স্টমাক কিং’ বলে ডাকছে।


খাওয়ার প্রতিযোগিতায় হেরে যাওয়া লু নান বলেন, ‘বিগ স্টমাক কিং’ আমাদের হিরো। তার রহস্যময় ক্ষমতা রয়েছে।


সম্প্রতি চীনের কুং ফু স্কুলে খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পান নুডলসের একটার পর একটা গামলা শেষ করছিলেন আর দর্শকরা হাততালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল। কিন্তু ২৫ গামলা শেষ করার পর দর্শকরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়ে। তারা সবাই চুপ হয়ে যায়।


চীনে খেয়ে সাড়া ফেলে দেয়া পান এর আগেও এক বসায় ১৪৭টি ফুলুরি এবং মাত্র ১৫ মিনিটে ৪০ গামলা নুডলস শেষ করেন।


পান একসময়ে একটি মাংস কারখানায় কাজ করতেন। বর্তমানে বেকার। রোজ তিনি বাড়ির কাছের নদীতে সাঁতার কেটে নিজেকে ফিট রাখেন।


তিনি বলেন, অনেক খেতে হলে ক্যালরি খরচ করতে হবে। না হয় মেদ জমবে।


খাবার প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে ২৪ ঘন্টা পান কিছু খাননা। তার মতে, ‘এতে আমার পেট খালি থাকে। আমার প্রচুর খিদে পায়।’বাসস


(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেএস)