logo ১৮ মে ২০২৫
উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৫ ১১:৩৩:৫৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২০ জানুয়ারি মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে-  ন্যাশনাল ফিড, সাইফ পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, অগ্নি সিস্টেমস, তিতাস গ্যাস, ফার্মা এইডস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আইসিবি ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম। লেনদেন হয় মোট ২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২০জানুয়ারি/জেএস)