কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জানুয়ারি, ২০১৫ ১২:১০:৪০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস ২১ জানুয়ারি বুধবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১৪৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, ন্যাশনাল ফিড, অগ্নি সিস্টেমস, এনভয় টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন, লাফার্জ সুরমা, বেক্সিমকো, সাইফ পাওয়ার, আইডিএলসি ও অলটেক্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট কমে ৮ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯৭৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেএস)