logo ১৬ মে ২০২৫
ফের বাড়লো হজ নিবন্ধনের সময়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:১৩:২২
image

ঢাকা: হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময় দ্বিতীয় দফায় বাড়িয়েছে সরকার। হরতাল-অবরোধের কারণে হজ গমনেচ্ছুরা অনেকেই নিবন্ধন করতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  


এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় অনলাইনে নিবন্ধন ফি ৪৮ হাজার ৩৩১ টাকা থেকে কমিয়ে ২৮ হাজার ৭৪ টাকা করা হয়েছে।


রবিবার ধর্ম মন্ত্রণালয় এক আদেশে বলা হয়েছে, “নিবন্ধনের জন্য হজযাত্রীপ্রতি বিমান ভাড়া ও মোয়াল্লেম ফি বাবদ ইতোপূর্বে ঘোষিত ৪৮ হাজার ৩৩১ টাকার পরিবর্তে শুধুমাত্র মোয়াল্লেম ফিসহ অন্যান্য ফি বাবদ ২৮ হাজার ৭৪ টাকা আগামী ১ মার্চের মধ্যে জমা দেওয়া যাবে।”


প্রথম দফায় নিবন্ধনের সময় ৫ ফেব্রুয়ারি থাকলেও বিএনপি জোটের হরতাল-অবরোধের কারণে তা বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়। আর শুরু থেকেই অনলাইনে নিবন্ধন ফি ছিল ৪৮ হাজার ৩৩১ টাকা।


অনলাইনে নিবন্ধনের পর হজে যাওয়ার খরচ বাবদ বাকি টাকা আগামী ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।


এজেন্সিওয়ারি কোটা ও দেশের কোটা পূর্ণ হয়ে গেলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না বলেও আদেশে উল্লেখ রয়েছে।


সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজের সুযোগ পাবেন।


সৌদি আরব সরকারের ইলেকট্রনিক ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) হজ হতে পারে।


(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেবি)