ফের বাংলায় কোরআনের অনুবাদ প্রকাশ করেছে সৌদি
ঢাকাটাইমস ডেস্ক
২৪ মে, ২০১৫ ১৫:৪৯:৩৮

ঢাকা: বেশ কয়েক বছর বন্ধ থাকার পর সৌদি আরব বাংলাভাষীদের জন্যে পবিত্র কোরআনের অনুবাদ প্রকাশ করেছে। এর আগে মাওলানা মুহিউদ্দীন খান অনূদিত তাফসিরে মারেফুল কোরআনের প্রায় ১০ লাখ কপি বিনামূল্যে বিতরণ করেছিল সৌদি সরকার। দীর্ঘদিন পরে আবারো সৌদি সরকার বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণের এই প্রকল্পটি চালু করায় বাংলাভাষীদের মধ্যে বিপুল আগ্রহ দেখা দিযেছে।
সৌদি সফররত বাংলাদেশি প্রতিনিধি দলকে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় ছাপাখানা কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্সের শীর্ষ কর্মকতা। সৌদি থেকে এ খবর দিয়েছেন সফররত প্রতিনিধি দলের সদস্য টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ।
সূত্র জানিয়েছে, সৌদির রাজকী উদ্যোগে এবার বাংলাদেশের ৫০ বিশিষ্ট ব্যক্তিত্বকে পবিত্র ওমরা পালন ও মক্কা-মদিনা জিয়ারতসহ দর্শনীয় স্থান প্রদর্শনের নিমন্ত্রণ করা হয়েছে। প্রতিনিধি দলের রয়েছেন বিচারপতি, পুলিশের শীর্ষ কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্যাংকার ও মিডিয়া ব্যক্তিত্বরা। ২০ মে বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের ব্যবস্থাপনায় তারা সেখানে পৌঁছেন। ১০ দিনের সফর শেষে ৩০ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে শনিবার প্রতিনিধিদলের সদস্যরা মুসলিম বিশ্বের শীর্ষ আলেম ও মসজিদে নববীর খতিব ড. আলী আবদুর রহমান হোযাইফীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মতবিনিময়ে মসজিদে নববীর খতিব বলেন, গোটা বিশ্বে আজ অশান্তির দাবানল জ্বলছে। সবাই শান্তি ও সফলতার আলোকিত পথ অনুসন্ধান করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইসলামেই রয়েছে বিশ্বমানবতার মুক্তি ও সফলতার একমাত্র পথ। ইসলামের অনুসরণ ছাড়া মানবতার শান্তি আসতে পারে না। সবাইকে ইসলামের অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশি প্রতিনিধি দলে রয়েছেন, বিচারপতি এসএম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র্রোভিসি শহীদ আখতার হোসাইন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এম আসাদুজ্জামান মিয়া, চ্যানেল আই’র পরিচালক জহিরুদ্দিন মামুন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হায়দার আলী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অধ্যাপক আবদুল মাবুদ, অধ্যাপক কুরবান আলী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ প্রমূখ।
(ঢাকাটাইমস/২৪মে/জেবি)