logo ১৫ মে ২০২৫
পুণ্যময় ইবাদত সালাম
ইসলাম ডেস্ক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ০০:১১:২৩
image

ঢাকা: প্রত্যেকটি জাতির নিজস্ব সংস্কৃতি আছে। ইসলামও এর বাহিরে নয়। ইসলামেরও নিজস্ব সংস্কৃতি আছে। এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের সাক্ষাত হলে ইসলাম সালামের প্রচলন করেছে। সালাম মুসলমানদের অন্যতম একটি প্রধান সংস্কৃতি। এর মাধ্যেমে একে অন্যের কল্যাণকামী হওয়া যায়।


সালাম মহান আল্লাহ প্রদত্ত এক মহানিয়ামত এবং পুণ্যময় এক ইবাদত। সালামের অনেক ফজিলত রয়েছে।


এ প্রসঙ্গে রাসূল (স.) ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলে দিব যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালবাসা সৃষ্টি হবে, আল্লাহর রহমত ও নেকি অর্জন হবে? সাহাবায়ে কেরাম বললেন, বলুন, ইয়া রসূলাল্লাহ! তখন নবীজী ইরশাদ করেন, তোমরা তোমাদের পরস্পরের মাঝে ব্যাপকভাবে সালামের প্রচলন করবে (মুসলিম:১/৫৪)।


সাহাবী আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (স.) ইরশাদ করেছেন,‘এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাস করলেন, হে আল্লাহর রসূল! সেগুলো কি কি? উত্তরে তিনি ইরশাদ করেন, কোনো মুসলমানের সঙ্গে তোমার দেখা হলে প্রথমে তাকে সালাম করবে, তোমাকে আহ্বান করলে তার আহ্বানে সাড়া দেবে, তোমার কাছে সত্ উপদেশ কামনা করলে তাকে সত্ উপদেশ দেবে, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে এর জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ বলে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে এবং তার মৃত্যু হলে জানাজার পর লাশের সঙ্গে চলবে’ (মুসলিম শরিফ:২/২১৩)।


একদা জনৈক ব্যক্তি নবী করীম (স.)-এর নিকট এসে বললো, ‘আস্-সালামু আলাইকুম’। তিনি তার সালামের উত্তর দিলেন। এরপর সে ব্যক্তি বসলে নবী করীম (স) বললেন, ‘দশ’ অর্থাৎ তার আমলনামায় দশটি নেকি লেখা হয়েছে।


এরপর আরেক ব্যক্তি এসে বলল, ‘আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’। তিনি তার সালামের উত্তর দিলেন। এরপর সে ব্যক্তি বসলে তিনি বললেন, বিশ অর্থাৎ তার আমলনামায় বিশটি নেকি লেখা হয়েছে। তারপর অপর আরেক ব্যক্তি এসে বলল, ‘আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’। তিনি তার সালামের উত্তর দিলেন। এরপর বসে তিনি বললেন, ‘ত্রিশ’ অর্থাৎ তার আমলনামায় ত্রিশটি নেকি লেখা হয়েছে’ (আবু দাউদ: ২/৭০৬)।


রাসূল (স.) ইরশাদ করেন, ‘এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাতের সময় মুসাফাহা করলে উভয়ে আলাদা হওয়ার পূর্বেই সকল গুনাহ মাফ হয়ে যায়’ (আবু দাউদ: ২/৭০৮)।


রাসূলুল্লাহ (স.) ইরশাদ করেন, দুই মুমিন পরস্পরে সাক্ষাৎ হলে, যদি সালাম বিনিময় করে মুসাফাহা করে তাহলে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে সেভাবে তাদের হাতের গুনাহগুলো ঝরে পড়ে’। (বায়হাকি)।


(ঢাকাটাইমস/২৬মে/এমআর)