logo ১৯ মে ২০২৫
শেষ দশকের ইবাদত এতেকাফ
ইসলাম ডেস্ক
০৮ জুলাই, ২০১৫ ১৪:৪৬:৪৪
image

ঢাকা: রমজানের শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ ইবাদত এতেকাফ। আজ সূর্যাস্তের আগেই এতেকাফে বসতে হবে। এতেকাফ শব্দটি আরবি। এর অর্থ অবস্থান করা, বসা, বিশ্রাম করা, ইবাদত করা ইত্যাদি। আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য রমজান মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পুরুষরা মসজিদে, মহিলারা নিজেদের ঘরে অবস্থান করাকে এতেকাফ বলে। এতেকাফ যে কোনো সময় করা যায়। তবে রমজানের শেষ ১০ দিন এতেকাফ করা সুন্নত। এতেকাফের মাধ্যমে রোজাদার ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পেয়ে থাকেন। এতেকাফের মূল উদ্দেশ্য দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা। হজরত আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) সবসময় রমজানের শেষ ১০ দিন এতেকাফ করতেন। এতেকাফ আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত পাওয়ার উদ্দেশ্যে মাহে রমজানের শেষ ১০ দিন এতেকাফ করা হয়। যিনি যত বেশি গভীরভাবে আল্লাহকে ভালোবাসার জন্য আত্মনিয়োগ করবেন, তিনি তত বেশি আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবেন। এতেকাফ মানুষের ওপর এমন আধ্যাত্মিক প্রভাব সৃষ্টি করে, যার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। এতেকাফ মুমিন মুত্তাকিনদের জীবনের মুক্তির বিশেষ পাথেয়।


হজরত আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) প্রতি রমজানের শেষ ১০ দিন এতেকাফ করতেন। এক বছর কোনো বিশেষ কারণে এতেকাফ করতে পারেননি, তাই পরবর্তী বছর শেষ ও মধ্যবর্তী দু’দফায় মোট ২০ দিন এতেকাফ করেছিলেন। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি মাহে রমজানের শেষ ১০ দিন এতেকাফ করবে, তাকে এক ওমরা পরিমাণে সওয়াব দেয়া হবে। অপর হাদিসে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি মাহে রমজানের শেষ ১০ দিন এতেকাফ করবে, তার আমলনামায় দুটি হজ বা দুটি ওমরা হজের সওয়াব লিখে দেয়া হবে।

অন্য হাদিসে বর্ণিত আছে, ‘যে ব্যক্তি সারাজীবনে এক দিনের জন্য হলেও এতেকাফ করবে কেয়ামতের দিন তার থেকে দোজখ ১৫শ’ বছরের পথ দূরে থাকবে।’ পুরুষদের জামে মসজিদে এতেকাফ করা সুন্নত। এতেকাফের আগে নিয়ত করে নেবে, ‘নাওয়াইতু আন-সুন্নাতুল এতেকাফ মা দুমতু হাযাল মাসজিদ।’ অর্থাৎ ‘আমি এই মসজিদে অবস্থান করে এতেকাফের নিয়ত করছি।’ এতেকাফ অবস্থায় পায়খানা, প্রস্রাব এবং অজু-গোসলের জন্য বাইরে যেতে পারবে। তবে যথাসম্ভব দ্রুত ফিরে আসতে হবে। মসজিদের পবিত্রতা পুরোপুরি রক্ষা করে চলতে হবে। সবসময় আল্লাহর ধ্যান-খেয়াল ও ইবাদতে মগ্ন থাকতে হবে। অযথা গল্প-গুজব করা উচিত নয়। আর মহিলারা তাদের ঘরের এক কোণে পূর্ণ পর্দাসহ এতেকাফ করবে। এতেকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতময় ইবাদত, যার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার গভীর সুসম্পর্ক গড়ে ওঠে। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে পাওয়ার জন্য তার ধ্যানে গভীরভাবে আত্মনিয়োগ করা যায় এতেকাফে। আসুন আমরা এতেকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সাধনায় আত্মনিয়োগ করি।


(ঢাকাটাইমস/৮জুলাই/জেবি)