চলতি মাসেই সৌদি ছাড়তে হবে ওমরা যাত্রীদের
ঢাকাটাইমস ডেস্ক
২৬ জুলাই, ২০১৫ ১৫:১৩:২৪

ঢাকা: চলতি বছর ওমরা করতে যাওয়া হাজিদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এ বছর রমজানে ৫৭ লাখের বেশি লোক ওমরাহ করার জন্য সৌদি আরব যান। এর মধ্যে ৩৩ লাখের বেশি ওমরাহ যাত্রী সৌদি আরব ত্যাগ করেছেন। এখন বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে ফেরতগামী ওমরা যাত্রীদের প্রচণ্ড ভিড়। সৌদি কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট ও আরব নিউজ।
খবরে বলা হয়েছে, কিং আব্দুল আজিজ বিমান বন্দরের পরিচালক আবদুল হামেদ আবা আল-উরি জানিয়েছেন, রমজানে ৩৩ হাজার ফ্লাইটে ৫০ লাখেরও বেশি ওমরা যাত্রী সৌদি আরব আসেন। সৌদি হজ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। ফলে শুক্রবার জুমার দিন মসজিদুল হারামে ভিড় একেবারেই কম ছিল।
মসজিদুল হারামাইনের ব্যবস্থাপনা কমিটির প্রধান আবদুর রহমান আল সুদাইসি বলেছেন, শুক্রবার মুসল্লিরা স্বাচ্ছন্দে জুমার নামাজ আদায় করতে পেরেছেন। এবারের রমজানে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ওমরা যাত্রীর সমাগম ঘটেছিল।
মসজিদুল হারামের নিরাপত্তা পরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ আল আহমাদি বলেছেন, নিরাপত্তা বিভাগ রমজানে তাদের নিরাপত্তা পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, আমরা রমজানে অতিরিক্ত সময় দিয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করেছি। এখন আমরা আমাদের নিয়মিত কাজে ফিরে যাচ্ছি। মক্কা ও মদিনা দুই পবিত্র মসজিদ থেকে প্রায় ৯০ ভাগ ওমরা যাত্রী চলে গেছেন।
সৌদি ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র হাতিম কাদি জানান, রমজানে মোট ৫৯ লাখ ওমরাহ ভিসা ইস্যু করা হয়।এর মধ্যে ৫৭ লাখ সৌদি আরব আসে। এ পর্যন্ত ৩৩ লাখ এক হাজার ২৬ জন মক্কা মদিনা ত্যাগ করেছেন।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে ৩০ হাজারের মতো ওমরাহ যাত্রী যেতে পারলেও প্রায় ১০ হাজারেরও বেশি ওমরাহ যাত্রী সময়মতো দেশে না ফেরায় গত মার্চ থেকে সৌদি সরকার বাংলাদেশের জন্য ওমরা ভিসা বন্ধ করে দেয়। ফলে এ বছর রমজানে ২০ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমান তাদের কাঙ্ক্ষিত ওমরা পালনে যেতে পারেননি।
(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি)