logo ১৯ মে ২০২৫
আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ঢাকাটাইমস ডেস্ক
২৪ আগস্ট, ২০১৫ ১৫:০১:৩২
image

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়া আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন কুমিল্লার মেঘনার মো. গাজী রহমান (৭৭) এবং শেরপুরের নকলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯)। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

মক্কা বাংলাদেশ হজ মিশন সূত্রে জানা গেছে, গাজী রহমান গতকাল রবিবার বিকাল ৫টার দিকে মক্কায় মারা যান। তিনি এবছর এভিয়েনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে হজ পালনের জন্য গত ২০ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৫৩২৩ ফ্লাইটে জেদ্দায় যান।

আর কাজিম উদ্দিন রবিবার রাত ১টা ৩০মিনিটের দিকে মক্কায় মারা যান। তিনি গত ১৯ আগস্ট হজ পালনের উদ্দেশ্যে সৌদি এয়ারলাইন্সের এসভি ৫২০৯ ফ্লাইটে জেদ্দায় যান।


(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেবি)