logo ১৯ মে ২০২৫
এবার হজে প্রতিটি কোরবানির পশু ৪৭৫ রিয়াল
ঢাকাটাইমস ডেস্ক
২৯ আগস্ট, ২০১৫ ১৮:২২:২৪
image

ঢাকা: চলতি বছর হজের সময় প্রতিটি কোরবানির পশুর (দুম্বা-ভেড়া) দাম ৪৭৫ সৌদি রিয়াল (প্রায় ১০ হাজার টাকা) ঘোষণা করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ব্যাংকটি প্রতিবছর হাজিদের পশু কোরবানির আয়োজন করে থাকে।


হাজি সাহেবরা ব্যাংকে প্রতিটি কোরবানির পশুর বিপরীতে ওই অংকের টাকা জমা দিয়ে টোকেন সংগ্রহ করবেন এবং ১০ জিলহজ টোকেনে উল্লিখিত সময়ের মধ্যে ব্যাংকের পক্ষ থেকে ওই হজযাত্রীর পশুটি কোরবানি করে দেয়া হবে।


হজের গোশত ব্যবস্থাপনা সম্পর্কিত সৌদি প্রকলল্পের প্রধানেরও দায়িত্বে থাকা আহমেদ মোহাম্মাদ আলী বিভিন্ন দেশের দূতাবাসের হজ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার কোরবানির পশুর চলতি বছরের দামের ঘোষণা দেন। খবর আরব নিউজের।

ঘোষণায় আরও বলা হয়, যারা ব্যাংকের মাধ্যমে কোরবানি করতে চান তারা আল রাজি ব্যাংক, আল আমুদি এক্সচেঞ্জ কোম্পানি, হেদায়েদ আল-হজ ওয়াল মোতামের সোসাইটি, সৌদি পোস্ট অফিস এবং হজের গোশত ব্যবস্থাপনা সম্পর্কিত সৌদি প্রকল্পের ওয়েবসাইটে (www.adahi.org) ক্রেডিট কার্ড ব্যাবহার করে কুপন সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেবি)