logo ১৬ মে ২০২৫
ছিনতাইয়ের শিকার তিনজন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ সেপ্টেম্বর, ২০১৫ ১০:৩০:৪৬
image

ঢাকা: পুরান ঢাকার ওয়ারী ও ঢাকা অদূরে কেরানীগঞ্জ এলাকায় তিনজন ছিনতাইকারীদের খপ্পরে পড়েছেন। তারা হলেন- মো. ইস্রাফিল, জাকির হোসেন ও মো. ফিরোজ মিয়া।


রবিবার দিবাগত রাতে ও সোমবার ভোরে এসব ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৮৭ হাজার টাকা নিয়ে যায়। তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


পুরান ঢাকার ওয়ারী থানার শেরেবাংলা স্কুলের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইস্রাফিল ও জাকির নামের দুই কাঁচামাল ব্যবসায়ী আহত হয়েছেন।


ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, সোমবার ভোর সাড়ে ছয়টার সময় তারা দুইজন রিকশাযোগে মুগদা থেকে কাঁচামাল কিনতে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময়ে ওয়ারী থানার শেরেবাংলা স্কুলের সামনে পৌঁছামাত্র কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ওই সময়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইস্রাফিলের কাছ থেকে নগদ ২৫ হাজার ও জাকিরের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ইস্রাফিলের দুই হাত, হাতের কনুইতে এবং জাকিরের দুই হাতে ও বুকে আঘাত লাগে।


আহত মো. ইস্রাফিলের পিতার নাম তমিজ মন্ডল, জাকির হোসেনের পিতার নাম শাহাদৎ হোসেন। তারা দুইজনেই রাজধানীর উত্তর মুগদার আমতলার ৮৫/১ নম্বর বাড়িতে থাকতেন।


ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সোমবার সকাল সাড়ে সাতটার সময় তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।


অপরদিকে ঢাকার অদূরে কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে চ্যানেল টোয়েন্টিফোরের গ্যারেজের প্রধান মো. ফিরোজকে গুলিস্তান থেকে তুলে নিয়ে তাকে কুপিয়ে ৩৫ হাজার টাকা নিয়ে যায়।


আহত ফিরোজ বলেন, আমি গত রবিবার রাত সাড়ে ১টার সময় আমার বন্ধুর কাছ থেকে ৩৫ হাজার টাকা আনতে গুলিস্তান যাই। পরে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে তিন চারজন ছিনতাইকারী আমাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টের মধ্যে নিয়ে যায়। সেখানে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই ৩৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময়ে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোমরে ও পিঠে কুপিয়ে আহত করে। পরে একটি সিএনজিযোগে আজ সোমবার সকাল আটটার সময় আমি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসি।


আহত ফিরোজ রাজধানীর ভাটারা থানার নতুনবাজার ফাঁসেরটেক এলাকায় থাকেন। তার পিতার নাম মো. আবুল হোসেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এএ/জেবি)