logo ১৬ মে ২০২৫
হজযাত্রীদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ সেপ্টেম্বর, ২০১৫ ২১:১৬:৫৩
image

ঢাকা: হজযাত্রীদের কাছে সৌদি রিয়াল বিক্রির কথা বলে বিপুল অংকের টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর উত্তর থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


গ্রেপ্তার দুইজন হলেন ফরিদপুরের নগরকান্দার মো. ফিরোজ শেখ (৩৬) ও গোপালগঞ্জের মকসুদপুরের মো. আক্কাস (৩২)।


র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা (মিডিয়া উইংয়ের) সহকারী পরিচালক মেজর মাকসুদুর আলম জানান, র‌্যাব সদস্যরা আটককৃতদের কাছ থেকে ৬০০ সৌদি রিয়াল উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাস্থ র‌্যাব-১-এর একটি টিম উত্তরা পশ্চিম থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৬০০ সৌদি রিয়ালসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে।


(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/জেবি)