সাভার: সাভারের উলাইলে চাঁদাবাজির সময় জাকির মিয়া (২৬) নামের এক ভুয়া পুলিশের এসআইকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
শুক্রবার রাতে উলাইল বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির সময় তাকে আটক করে স্থানীয় ব্যবসায়ীরা।
আটক ভুয়া পুলিশ জাকির মিয়া ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাপুরিয়াশদরদি গ্রামের মৃত শাহেব আলীর ছেলে।
উলাইল এলাকার ব্যবসায়ীরা জানায়, রাতে বিভিন্ন দোকানে জাকির নামের ওই ব্যক্তি সাভার মডেল থানার এসআই পরিচয় দিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখায়। বিভিন্ন দোকান থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে সে। এসময় ব্যবসায়ীদের বিষয়টি সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে আটকে রেখে মডেল থানা পুলিশকে খবর দেয়।
পরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) নাহিদ হাসান ঘটনাস্থলে পৌঁছে জাকিরকে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, আটক ওই ভুয়া পুলিশ জাকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমএন)