ঢাকা: হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ভূয়া ডিবি পরিচয় দানকারী সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন- মো. জসিম উদ্দিন (৩৫), মো. শহিদুল ইসলাম বুলবুল (৪৫), মো. সোহাগ হাওলাদার (২৩), মোছা. নিপা বেগম (২৮), মো. সোহাগ মিয়া (২৯), মো. মনির মাতব্বর (২৯) ও সানাউল বেপারী (৪২)।
এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস (যার নম্বর ঢাকা মেট্রো চ-১৫-৩০৪২), ৫০ হাজার টাকা, একটি হাতকড়া, মোবাইলের সিম, মোবাইল ফোন সেট, পাগলা মলম, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডিবি লেখা লেমিনেটিং করা কাগজ উদ্ধার করা হয়। এছাড়াও একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১ এর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১ এর অধিনায়ক কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
র্যাবের অধিনায়ক বলেন, গত ২৮ আগস্ট একটি অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ডিবি পরিচয় দিয়ে একটি সংঘবদ্ধ চক্র একজন মধ্য বয়সী মহিলা ও তার ভাইকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অপহরণকারীকে বিকাশের মাধ্যেমে মুক্তিপণের টাকা পাঠাতে বলে। অভিযোগ পেয়ে র্যাবের একটি দল অপরাধীদের আটকসহ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে তদন্তে নামে। এ সময় র্যাবকে না জানিয়েই অপহৃত ব্যক্তির পরিবার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অপরাধীদের ধরতে র্যাব সদস্যরা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালায়। এসময় মাইক্রোবাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইয়াবা, জালনোট, গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধের ৮-১০ টি মামলা রয়েছে।
(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এএ/এমআর)