logo ০৭ আগস্ট ২০২৫
আত্মসাত: এনসিসি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৫ ১২:০৪:৪২
image

ঢাকা: জালিয়াতি করে এনসিসি ব্যাংক থেকে আট কোটি ৯৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


রাজধানীর কমলাপুর থেকে বুধবার রাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব জানায়, এনসিসি ব্যাংকে চাকরিরত অবস্থায় সিদ্দিকুর রহমান অভিনব পন্থায় আট কোটি ৯৮ লাখ টাকা আত্মসাত করেছেন। তার বিরুদ্ধে মামলা হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।


এ বিষয়ে বিস্তারিত জানাতে টিকাটুলি র‌্যাব-৩ এর কার্যালয়ে দুপুর ২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এএ/জেবি)