logo ১৬ মে ২০২৫
দুর্বৃত্তদের এসিডে দগ্ধ নারী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৫ ১২:৩৫:২২
image

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দুর্বৃত্তদের ছোড়া এসিডে প্রিয়পাখি (৫৪) নামের এক নারী দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।


দগ্ধ ওই নারী জানান, তার লন্ডন ফেরত ছেলে আনোয়ার হোসেনের কাছে ওই এলাকার হাবিব, শাহ আলমসহ কয়েকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। গত কয়েকদিন থেকে ওই মামলা তুলে নিতে তাদের হুমকি দেয়া হচ্ছিল। শুক্রবার রাতে ওই এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রিয়পাখি। পশ্চিমপাড়ায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এসিড ছুড়ে মারে। এতে তার ডান হাত ঝলসে যায়।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।


(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেবি)