logo ১৬ মে ২০২৫
রাজধানীতে প্রতারক চক্রের ১৫ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৫ ১৬:৩৪:৩২
image

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে ১৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা, যারা চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করছিল। এসময় প্রতারণার শিকার ৪২ চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়।


র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা ড্রিমহার্ট বাংলাদেশ প্রা. লি. কোম্পানির অংশীদার। আটকদের সংখ্যা বাড়তে পারে, এখনও অভিযান চলছে।


সন্ধ্যা ৬টায় প্রেস ব্রিফিং করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


(ঢাকাটাইমস/২৬আগস্ট/এমআর)