পটুয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৫ ০০:৩১:৩৩
পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় শামীম হোসেন নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শামীম উপজেলার কেশবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি কেশবপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমোহনী বাজার সংলগ্ন সেতুর ওপর একদল দুর্বৃত্ত শামীমকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।
পরে এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, কমলাপুর গ্রামে শামীমের মাছের ঘের রয়েছে। তার সঙ্গে মামাতো ভাইদের ঘের সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। ওই কারণে হত্যার ঘটনা ঘটেছে কি না তদন্ত করা হচ্ছে।
এদিকে কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা মো. তসলিম জানান, শামীম কেশবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তবে এ হত্যাকাণ্ড রাজনৈতিক না ঘের ব্যবসা সংক্রান্ত তা বলতে পারেনি কেউ।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এমআর)