প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ আগস্ট, ২০১৫ ১৭:৫৬:১২

ঢাকা: রাজধানীর শেরবাংলানগর থানা এলাকা থেকে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম নয়ন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার সময় শেরেবাংলানগর থানার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও তিনটি সিম যার একটি প্রধানমন্ত্রীর এপিএস জনাব সাইফুজ্জামান শেখরের হারিয়ে যাওয়া ব্যবহৃত বাংলালিংক নম্বর “০১৯১১১১২২১৯” উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শেখরের ব্যবহৃত গ্রামীণফোন সংযোগের হুবহু বাংলালিংক নম্বর সুকৌশলে কোম্পানি থেকে সংগ্রহ করে তা ব্যবহার করছেন। বিভিন্ন জায়গায় ফোন করে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে সাধারণ লোকদের সঙ্গে প্রতারণা করে আসছেন। বিষয়টি কর্তৃপক্ষের নজলে এলে প্রতারকের ব্যবহার করা সিমের প্রকৃত মালিক সাইফুজ্জামান শেখরের পক্ষে মো. মিজানুর রহমান বাদী হয়ে ওই প্রতারকের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম (নয়ন) পাবনার ভাঙ্গুড়া থানার ভাঙ্গুড়া কালিবাড়ী গ্রামের মৃত-গরীব উল্লাহ মন্ডলের ছেলে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমানের নির্দেশনায়, এডিসি মো. আবদুল আহাদের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ ও শেরেবাংলানগর থানা পুলিশের যৌথ টিম অভিযান চালায়।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এএ/জেবি)