পৃথকভাবে দেড় লক্ষাধিক ইয়াবা প্রবেশ, আটক ৩
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৫ ১০:৪৯:১৮

কক্সবাজার: জেলার টেকনাফে একদিনে পৃথক পৃথক স্থানে এক লাখ ৬৪ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। আটকদের মধ্যে দু’জন মিয়ানমারের নাগরিক। তারা সবাই মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলো।
বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌর এলাকার জ্বালিয়াপাড়ায় নাফ নদীর নতুন জেটিঘাট, নাফ নদীর নতুন ট্রানজিট ঘাট, নাফ নদীর ১ নং সুইচ গেট সংলগ্ন এলাকা ও পৌরসভার কুলালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর নতুন জেটিঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে অবস্থান নেয় বিজিবি। রাত সাড়ে ৯টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই সময়ে নাফ নদীর নতুন ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালানো হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগটি থেকেও ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে নাফ নদীর ১ নং সুইচ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করে বিজিবি।
টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়েছে।
এদিকে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল পুলিশ পৌরসভার কুলাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার আবু বক্করের ছেলে নূরুল আলমকে (২৩) আটক করেন। আটক নূরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমএন)