logo ১৭ মে ২০২৫
আজিমপুরে ভিওআইপি সরঞ্জামসহ একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ আগস্ট, ২০১৫ ২১:১২:৫৩
image

ঢাকা: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ওই ভিওআইপি ব্যবসায়ীর নাম খন্দকার মুসফিকুর রহমান।


মঙ্গলবার দুপুর একটার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে  তিনটি  ল্যাপটপ, তিনটি  চ্যানেল বক্স (প্রতিটি ১৬ পোর্ট), তিনটি রাউটার, একটি সুইচ, ১৪টি মডেম ও বিভিন্ন কোম্পানির ১৬৫৫টি সিম কার্ড (২৪৭টি রবি সিম, ৭০০টি টেলিটক সিম, ৪৬৮টি গ্রামীণ সিম, ১১০টি বাংলালিংক সিম, ১৩০টি ইয়ারটেল সিম) উদ্ধার করা হয়।


র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার দুপুর একটার সময় লালবাগ থানার ১০৩/১ আজিমপুর রোডের বিপরীতে কনভেনশন সেন্টারের পঞ্চম তলার, ৫-ডি ফ্লাটে অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদির ব্যবসার অভিযোগে খন্দকার মুসফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।


গ্রেপ্তারকৃত খন্দকার মুসফিকুর রহমান যশোর সদর থানার পালবাড়ি গ্রামের মৃত খন্দকার মতিউর রহমানের ছেলে।


র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


(ঢাকাটাইমস/১১আগস্ট/এএ/জেবি)