শাহজালালে সাড়ে ৭ কেজি সোনাসহ দুই নারী আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৫ ১৫:৫৭:১৩
ঢাকা: হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কেজি ৪০০ গ্রাম সোনার বারসহ দুই নারীকে আটক করেছে শুল্ক বিভাগ।
আজ সোমবার দুপুর দুইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃত দুই নারী হলেন, জেসমিন ও জোছনা। এসময় তাদের সঙ্গে এক শিশুও ছিল।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে আসা একটি অভ্যন্তরীণ বিমানে ওই দুই নারী শাহজালাল বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন সাত কেজি ৪০০গ্রাম। এসব সোনার মুল্য আনুমানিক তিন কোটি ৭৫ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এএ/জেবি)