রাজধানীতে ৩৯ হাজার ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৫ ১১:০০:৩৫
ঢাকা: রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার থেকে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম মো. সাব্বির হোসেন।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
খুদে বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমএন)