রাজধানীতে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৫ ১৯:২৫:৪০
ঢাকা: রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে চার অস্ত্রধারী ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবদুর রাজ্জাক ওরফে পাগলা রাজ্জাক ওরফে কিলার রাজ্জাক, মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ, মো. শরিফুল ইসলাম ওরফে রাসেল ও রাজু দাস।
মঙ্গলবার রাত পৌনে ১২ টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তবে ডিএমপির গণমাধ্যম শাখা বুধবার বিকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
এ সময় তাদের হেফাজত হতে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি ও তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, অতিরিক্ত উপ কমিশনার খন্দকার নুরুন্নবীর তত্ত্বাবধানে সহকারি পুলিশ কমিশনার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এএ/জেবি)