র্যাবের অভিযানে দুজনের দণ্ড, কারখানা সিলগালা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৫ ১৯:৪৫:৫১

ঢাকা: পুরান ঢাকার বংশালে ফাহাদ ফুড প্রোডাক্ট নামের লজেন্স কারখানায় র্যাবের অভিযানে দুজনকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ের দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- কারখানার মালিক মো. ফাহাদ হোসেন ও মো. নায়েম হোসেন।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাব সূত্র জানায়, পুরান ঢাকার বংশাল এলাকায় ফাহাদ ফুড প্রোডাক্ট লজেন্স কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অত্যন্ত নোংরা পরিবেশে লজেন্স তৈরি করার সময় এক লাখ পিস লজেন্স জব্দ করেন। এ সময় কারখানার মালিক ফাহাদ ও নায়েমকে আটক করা হয়। কারখানার মালিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, প্রায় এক বছর ধরে এই লজেন্স কারখানায় বিভিন্ন ধরনের রং, সেকারিন, বিএসটিআই সিএম ছাড়া পণ্য বাজারজাত করা হচ্ছে। লজেন্সে ব্যবহৃত এসব উপাদান মানব স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানা গেছে। এছাড়া কারখানাটির আশেপাশের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর বলে জানায় র্যাব।
কারখানার মালিকদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে দোষী সাব্যস্ত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন, বিএসটিআই অধ্যাদেশ ২০০৩ এর ৩০ ও ৩১ এর এ ধারা লঙ্ঘনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এএ/জেবি)