৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৫ ১২:৩৩:৪৩
ঢাকা: তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজধানীর কারওয়ানবাজার থেকে এক কিশোরকে আটক করেছে র্যাব-২।
আটক কিশোরের নাম মো. রাসেল (১৪)। শুক্রবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ কথা জানানো হয়েছে।
র্যাব-২ এর সহকারী পুলিশ কমিশনার ফেরদৌসী রহমান জানান, বৃহস্পতিবার রাতে আটক রাসেল ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটিকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেছেন।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমএন)