logo ১৭ মে ২০২৫
দিনদুপুরে যুবদল কর্মীকে জবাই করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৫ ১৫:২২:৩৬
image

ঢাকা: চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মুরগী ফার্মে এলাকায় সাইদুল ইসলাম নামে ২৪ বছর বয়সী যুবদলের এক কর্মীকে দিনদুপুরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শুক্রবার দুপুর দেড়টার দিকে তাকে জবাই করে হত্যা করা হয়।


নিহত সাইদুল ইসলাম একই এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় কেবল অপারেটর ব্যবসায়ী। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।


পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান জানান, ব্যক্তিগত বিরোধের জের ধরে সাইদুলকে প্রতিপক্ষের লোকজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। আলমতারা পুকুর পাড় এলাকায় নেয়ার পর দুর্বৃত্তরা তাকে জবাই করে পালিয়ে যায়। খুনিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।


সাইদুল কোন দলের সঙ্গে জড়িত নয় বলে ওসি আজিজুর রহমান জানালেও ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার দাবি সাইদুল ইসলাম ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী।


স্থানীয়রা জানান, সাগরিকা মুরগি ফার্ম এলাকায় সোহেল নামে একজনের সঙ্গে সাইদুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে সোহেলসহ তার লোকজন সাইদুল ইসলামকে ধরে নিয়ে যায়। আলমতারা পুকুর পাড় এলাকায় নিয়ে প্রথমে ছুরিকাঘাত করে পরে ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়।


খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমআর)