এবার বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ আগস্ট, ২০১৫ ১৮:১৮:০০
ঢাকা: এবার রাজধানীতে ধর্ষণের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রী (১৮)। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, ওই ছাত্রী জামালপুরের সরিষাবাড়ি থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় আসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে। তিনি মৌচাকের একটি মেসে থাকতেন।
জানা যায়, তেজগাঁও কলেজের শাওন (২২) নামে পূর্বপরিচিত এক ছাত্র শুক্রবার বিকাল ৪টার দিকে ওই ছাত্রীকে ভর্তি পরীক্ষার শিট দেওয়ার কথা বলে মগবাজার একটি হোটেলে নিয়ে যান। শাওনের আরেক বন্ধু নিলয় (২৩) সেখানে আগে থেকেই ছিলেন। সেখানে শাওন ও নিলয় মিলে ধর্ষণ করেন। পরে কলেজছাত্রীটি তার মেসে ফিরে মোবাইলে বাবা-মাকে বিষয়টি বলেন। বাবা-মা বিষয়টি জানার পর সকালে ঢাকায় আসেন। পরে রমনা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে কলেজছাত্রীকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেবি)