logo ১৭ মে ২০২৫
বনানীতে দুই মাদক ব্যবসায়ীর দণ্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৫ ২১:৩৫:৩৪
image

ঢাকা: রাজধানীর বনানী এলাকা থেকে সাড়ে চার কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন পিংকু (৩০) ও জাহানারা বেগম প্রকাশ ফেলানি (৫০)।


র‌্যাব-১ এর মেজর মো. আসিফ কুদ্দুস জানান, মহাখালী সাততলা বস্তিতে সীমার বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচা চলছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে চার কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার টাকাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং জাহানারাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিদের ঢাকা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/১৮আগস্ট/এএ/জেবি)