logo ১৭ মে ২০২৫
শাহজালালে যাত্রীর জুতায় ২২ স্বর্ণের বার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৫ ১৪:২৮:৪৮
image

ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ইকবাল নামের এক যাত্রীর জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।


রবিবার রাতে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়।


কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, রিজেন্ট এয়ারের একটি বিমান ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। রাত ১২টার দিকে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে অভ্যন্তরীণ রুটের যাত্রী ইকবালের জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।


এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।


(ঢাকাটাইমস/১৭আগস্ট/এমএন)