logo ১১ আগস্ট ২০২৫
রাজধানীতে একদিনে তিন ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ২০:১৫:০৬
image

ঢাকা: রাজধানীর গুলশান, পল্লবী ও চকবাজার এলাকায় এক গৃহবধূ ও দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। এদের মধ্যে দুই কিশোরীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


হাসপাতাল সূত্র জানায়, গত ১৪ আগস্ট নিসাদ লিঙ্কন (২৮) নামের এক যুবকের সাথে পালিয়ে যান এক ১৫ বছরের এক কিশোরী। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তার পরিবারের পক্ষ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আজ বুধবার সন্ধ্যা ছয়টার সময় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান তাকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার পরিবারের অভিযোগ তার ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নিশাদ লিঙ্কনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


এদিকে রাজধানীর পল্লবীর ১৩ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের সি ব্লকে ইন্টারন্যাশনাল আল আমিন স্কুলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৫)। বুধবার দুপুর পৌনে ১২টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পল্লবী থানার পুলিশ সদস্য শহিদ। বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।


অপরদিকে রাজধানীর চকবাজার এলাকায় এক গৃহবধূকে তার চাচাতো ভাই সুরুজ মিয়া ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেছেন তার স্বামী আলতাফ হোসেন।


আলতাফ হোসেন বলেন, গত ১৭ আগস্ট রাত ১২টার দিকে আমি প্লাস্টিকের কারখানা থেকে কাজ শেষে বাসায় ফিরে দেখি আমার স্ত্রী কান্নাকাটি করছে। কী হয়েছে তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে জানায়, তার চাচাতো ভাই সুরুজ মিয়া তাকে পাশবিক নির্যাতন করেছেন। পরে সুরুজ মিয়াকে ঘরের খাটের নিচ থেকে বের করে আনা হয়। এ বিষয়ে চকবাজার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আমরা আদালতের শরনাপন্ন হই। আদালতে থেকে আমাদের মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য বলা হলে আমার আজ বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১১২ নম্বর ওয়ার্ডে আসি ফরেনসিক পরীক্ষার জন্য।


ওই গৃহবধূ রাজধানীর চকবাজার থানার, ২৮০ নম্বর পশ্চিম ইসলামবাগে পরিবারের সাথে থাকেন।


(ঢাকাটাইমস/১৯আগস্ট/এএ/জেবি)