logo ১১ আগস্ট ২০২৫
ওয়ারীতে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ১০:৪৭:১৯
image

ঢাকা: রাজধানীর ওয়ারিতে দুর্বৃত্তের গুলিতে আহত যুবলীগ নেতা আবদুল মান্নান (৩২) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাথায় ও পেটে গুলিবিদ্ধ হন তিনি।


ওয়ারি থানার পরিদর্শক (তদন্ত) রমেশ চন্দ্র পাল জানান, মান্নান যুবলীগের ঢাকা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। মিটফোর্ডে তিনি ওষুধের ব্যবসা করতেন।


ওয়ারির হাটখোলা রোডের রূপায়ন টাওয়ারের তৃতীয় তলায় দুই মেয়ে ও স্ত্রী নিয়ে থাকতেন মান্নান।


মান্নানের স্ত্রী নুসরাত জাহান সাথী জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি বন্ধু আলামিনকে সঙ্গে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। ওয়ারীর শেরেবাংলা স্কুলের পাশে হাটখোলা রোডের ২১/১ নকশী রূপায়ন লেনের বাসার সামনে পৌঁছালে দুই-তিনজন এসে তাকে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এসময় আলামিনও পালিয়ে যায়।


তিনি আরও জানান, বাসার বাইরে গুলির শব্দ পেয়ে তিনি বারান্দায় যান। এ সময় বাসার সামনেই আলো-আঁধারিতে রিকশায় মান্নানকে ছটফট করতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এতে মাথায় ও বুকে গুলিবিদ্ধ হন তিনি। তার অবস্থা সংকটাপন্ন।


ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ‘গুলির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। এতে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


তাকে কারা এবং কেন গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু আলামিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আলামিন এ ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।


(ঢাকাটাইমস/১৯আগস্ট/এমএন)