logo ১৬ মে ২০২৫
স্ত্রী-সন্তানকে পিটিয়ে আত্মহত্যা
নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২২ আগস্ট, ২০১৫ ১৫:০১:০৮
image

নেত্রকোনা: স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে আহত করার পর শাহজাহান নামে এক ব্যক্তি গলাকেটে আত্মহত্যা করেছেন।


শুক্রবার গভীর রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শাহজাহান মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব জানান।


আহত শাহজাহানের স্ত্রী আসমা আক্তার, তাদের মেয়ে হাদিছা আক্তার এবং ছেলে আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওসি জানান, শাহজাহান মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তিনি এলাকার লোকজনদের মারধর করেন। এ জন্য বাড়ির লোকজন তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রেখেছিলেন।


রাতে টয়লেটে যাওয়ার কথা বললে আসমা তার শিকল খুলে দেন। এসময় ঘরে থাকা কুড়াল দিয়ে তিনি স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে জখম করলে তারা ঘর থেকে বের হয়ে যায়। পরে খালি ঘরে দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন তিনি।


শনিবার সকালে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


(ঢাকাটাইমস/২২আগস্ট/এমআর)