দুর্বৃত্তদের এসিডে দগ্ধ ভাই-বোন
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৫ ১২:১৫:৪৭
খুলনা: খুলনায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন ভাই-বোন। দগ্ধরা হলেন- বোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতেমা সাথী (২২) ও তার ভাই শাওন মাহমুদ (১৯)। তদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে খুলনা পিএমজি কলোনির সামনে নিজ বাসায় ফেরার পথে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাদের এসিড ছুড়ে মারে।
আহত ছাত্রীর ভাবি নুশরাত জাহান সোনিয়া জানান, রাত ৮টার দিকে দুই ভাই-বোন কোচিং থেকে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাদের এসিড ছুড়ে মারে। মেয়েটির পিঠ, বুক এবং মুখের কিছু অংশ ঝলছে গেছে।
খুলনার সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন মেয়েটির শরীরের ২২-২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
অপরাধীদের ধরতে তারা তৎপর বলেও জানান পুলিশ কমিশনার।
(ঢাকাটাইমস/২৫আগস্ট/জেবি)