logo ১৬ মে ২০২৫
দক্ষিণখানে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৫ ০৮:৫০:০৮
image


ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার হল্যান্ড নিপা গার্মেন্টস এলাকায় এক বাকপ্রতিবন্ধী ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফুর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল  সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম  বলেন, শিশুটি বাকপ্রতিবন্ধী। তার বাবা-মা দক্ষিণখানে একটি এ্যাম্বোটারী কারখানায় কাজ করেন। গতকাল সোমবার তারা কারখানায় কাজ করতে গেলে শিশুটিকে বাসায় একা পেয়ে বাসের হেলপার আশরাফুল তাকে ধর্ষণ করে। ঘটনাটি শিশুর বাবা দেখে ফেলায় আশরাফুলকে আটক করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা একটি মামলা করেন। সোমবার রাত দুটার দিকে ওই শিশুকে ঢামেকে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এএ/জেএস)