রামপুরায় গৃহবধূকে গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৫ ০৮:২৯:৫৮

ঢাকা: রাজধানীর রামপুরায় ১৯ বছর বয়সী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ইমরান নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে রামপুরার মোল্লাবাড়ি জামতলা বস্তিতে এ ঘটনা ঘটে। দুপুর একটা পর্যন্ত তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে তাকে। এক সময়ে ওই গৃহবধূ পালিয়ে এসে রাত ৮টার দিকে থানায় মামলা করে।
রামপুরা থানার ডিউটি অফিসার এসআই আবদুর রশীদ জানান, প্রায় ৭ মাস আগে ইমরান হোসেন কাজল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। কাজল রংপুর থাকেন। আর ওই গৃহবধূ রামপুরায় তার ফুফুর বাসায় থাকতেন। কাল বুধবার ইমরানের রংপুর থেকে ঢাকা আসার কথা ছিল। সকাল ৮টার দিকে স্বামীকে বাসস্ট্যান্ড থেকে আনতে গেলে তিন যুবক এই গৃহবধূকে মুখ বেধে অপহরণ করে। ধর্ষণের ঘটনা চলে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টায় ঘরের জানালা দিয়ে পালিয়ে এসে এই গৃহবধূ তার ফুফুকে সব খুলে বলেন। পরে বুধবার রাত ৮টায় রামপুরা থানায় ওই গৃহবধূ বাদি হয়ে একটা মামলা দায়ের করেন। নম্বর ৯।
মামলার পরিপ্রেক্ষিতে রামপুরা থানা পুলিশ জামতলা বস্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে (২২) আটক করে এবং ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এএ/এমএন)