রাজধানীতে শিশু ধর্ষণ: আটক ১
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৫ ০৯:৫০:৩১
ঢাকা: রাজধানীর রুপনগরে আট বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে এক জনকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুর ১টার দিকে রুপনগরের ৬ নম্বর সেকশনের তৈয়ব মোল্লার বস্তিতে ধর্ষণের ঘটনা ঘটলে রাত ১২টার দিকে মামলা করেন শিশুটির বাবা-মা। আটকের নাম সিদ্দিক (৩৮)।
রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান জানান, মেয়েটির বাবা রিকসা চালান। মা বিভিন্ন বাসায় কাজ করেন। রবিবার দুপুর ১টার দিকে একা পেয়ে প্রতিবেশী সিদ্দিক শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার মা-বাবা বাসায় আসলে শিশুটি তাদের কাছে বিষয়টি বললে রাত ১২টার দিকে এ ব্যাপারে তার বাবা-মা থানায় মামলা করেন।
তিনি আরো জানান, রাতেই সিদ্দিককে আটক করা হয়। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এএ/এমএন)