logo ১৮ মে ২০২৫
আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের বিশেষ ইজতেমা
যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ নভেম্বর, ২০১৫ ১৮:০১:২৮
image

যশোর: আখেরি মোনাজাতে শেষ হয়েছে যশোরে তাবলিগ জামাতের তিনদিনের বিশেষ ইজতেমা।


শনিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের শূরা সদস্য মাওলানা আহমদ হোসাইন।  


আখেরি মোনাজাতে দেশ, জাতি ও উম্মাহর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।


এর আগে যশোর উপশহর কলেজ মাঠ ও তৎসংলগ্ন চারটি মাঠসহ আশপাশের এলাকায় বৃহস্পতিবার শুরু হয় বিশেষ ইজতেমা। এতে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। যশোর, খুলনাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মুসল্লিরা এতে অংশ নেন।


 (ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেবি)