logo ১৮ আগস্ট ২০২৫
৮০ দেশের হাফেজদের মধ্যে তৃতীয় বাংলাদেশি হেলাল
ঢাকাটাইমস ডেস্ক
১৪ নভেম্বর, ২০১৫ ২০:৩৩:৫০
image

ঢাকা: বাংলাদেশি ক্ষুদে হাফেজ হেলাল উদ্দিন এবার দেশের জন্য বিরল সম্মান বয়ে আনলো আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়। সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৮০টি দেশের হাফেজদের মধ্যে হেলাল তৃতীয় হয়েছে। 




প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের প্রতিযোগী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফ্রিকার প্রতিযোগী। 




বিজয়ীদের হাতে চেক, সনদ ও ক্রেস্ট তুলে দেন মক্কার আমির খালেদ আল-ফয়সাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পবিত্র হারাম শরিফের ইমাম আবদুর রহমান আল-সুদাইস। 




হেলাল উদ্দিন যাত্রাবাড়ীর উত্তর দনিয়ার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। সে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও মারুফা হোসাইনের ছেলে।


 


(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেবি)