logo ১৮ মে ২০২৫
শুক্রবার তুরাগ তীরে শুরু হচ্ছে জোড় ইজতেমা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ নভেম্বর, ২০১৫ ১০:১৪:৩২
image

ঢাকা: রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে বিশ্ব তাবলিগ জামাতের প্রস্তুতিমূলক পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হচ্ছে।


 ২৪ নভেম্বর শেষ দিনে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।


এ উপলক্ষে বিশ্ব ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।


তুরাগ তীরে আগামী বছরের ৮ জানুয়ারি প্রথম দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে।  এরপর ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।


(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেবি)