পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৬:১৯

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মিশ্র প্রবণতায়। তবে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮ কোটি টাকা বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৪২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬১ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিএসআরএম স্টিলস লিমিটেড, সিঙ্গার বিডি, আমান ফিড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টি কোম্পানির, দর কমেছে ১৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি)