পুঁজিবাজারে সূচকের পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৮:৫২

ঢাকা: দুই শেয়ারবাজারেই আজ মঙ্গলবার সূচকের পতন হয়েছে। তবে গতকালের তুলনায় বেড়েছে লেনদেন। টানা পাঁচদিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতন হয়। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সার্বিক সূচক কমেছে দুই পয়েন্ট।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৮১ লাখ টাকা। এদিন ৪৭ দশমিক ৬৮ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এছাড়া অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন হয়েছে পতনে। এদিন এ স্টক এক্সচেঞ্জে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে এইদিন এই স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের সমানই ছিল।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে চার হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আমান ফিড, বেক্সিমকো ফার্মা, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।
এদিকে আজ সিএসইর সার্বিক সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেবি)