যমুনা অয়েলের এজিএম শনিবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৪৩:০১
ঢাকা: যমুনা অয়েল কোম্পানি লিমিটেড চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ২৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ হিসাব বছরে ২২৫ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা করেছে যমুনা অয়েল, যা আগের বছরের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কম।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৪০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৩৬ টকা ৭৪ পয়সা, আগের বছর যা ছিল যথাক্রমে ২৩ টাকা ৮ পয়সা ও ১১৮ টাকা ৫৩ পয়সা।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেবি)