logo ২১ এপ্রিল ২০২৫
বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৮:১৫
image



ঢাকা: একদিনের ব্যবধানে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। আজ বুধবার দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সূচক ও লেনদেন।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।






আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর।






ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৯ পয়েন্টে।






টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, শাশা ডেনিমস, আমান ফিড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, এমারেল্ড অয়েল এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।






বুধবার সিএসই সার্বিক সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।






(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/জেবি)