চার যুগ্মসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৬ ১৬:২৫:৪৭
ঢাকা: প্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম সালিমা জাহানকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব রশীদ আহমেদকে চট্টগ্রাম চা বোর্ডের সদস্য এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক এ. বি. এম. জাকির হোসাইনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব বেগম ফরিদা পারভীনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এমআর)